বহু বছর আগের কথা। এই অঞ্চলে যখন পানির জন্য চারিদিকে শুধু হাহাকার। তখন কমলা রানীর রাজা ভাবলেন যে তিনি প্রজাদের পানির কষ্ট দূর করতে এবং তাঁর নাম সারা বিশ্বে প্রচারের জন্য এমন এক দিঘী খনন করবেন যা আগে কখনো কেউ খনন করেনি। এদিকে রানী কমলা রাজার এই সিদ্ধান্ত জানতে পেরে রাজাকে অনুরোধ করলেন যেন তিনি এই দিঘী খনন না করেন। রাজা নাছোর বান্দা। তিনি রানীকে জিজ্ঞেস করলেন কেন রানীর এই অমত। কিন্তু রানী তার নিষেধের কথা কখনই রাজাকে বলেনি। শেষে রাজার অনেক পীরাপীরির পর রানী বললেন দিঘী যতি গভীর হোক না কেন দিঘীতে কোন পানি আসবেনা। পাতালের মুখ এই দিঘীর জন্য বন্ধ। রাজা রানীর কোন কথাই শুনলেননা। তিনি তার সিদ্ধান্তেই অতল রইলেন। পরিকল্পনা মত রাজা তার কাজ আরাম্ভ করে দিলেন। দিঘী খনন হচ্ছে তো হচ্ছেই বড় থেকে আরও বড়। বড় থেকে আরও বড়। আরও গভীর। গভীর থেকে গভীরতর। কিন্তু সমস্যা হল দিঘীতে কোন পানি নেই। এখন..............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................।।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS