ভারতের মেঘালয় রাজ্য থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশের বুক চিরে বয়ে গেছে অপরুপা সমেশ্বরী নদী। নদীটি দুই ভাগে বিভক্ত হয়েছে বিরিশিরি ঘোরাইট নামক স্থানে এসে। একটি বয়ে গেছে পূর্ব পাশ দিয়ে অন্যটি বয়ে গেছে পশ্চিম পাশ দিয়ে। ইউনিয়ন পরিষদের পূর্ব পার্শ্বে থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে গেলেই চোখে পরবে অপরুপ সৌন্দর্য মন্ডিত সমেশ্বরী নদী। নদীর কূল গেষে নিবিড় ছায়া ঘেরা গ্রামগুলো যেন শিল্পীর তুলিতে আকা। এই নদীর পলি মাটি উর্বর করেছে এখানকার কৃষি তথা কৃষিকে নির্ভর করে গড়ে ওঠা জনপদকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস