প্রকৃতির কাছাকাছি থেকে আপনার অবসর সময়টাকে আরো সুন্দর ও অর্থবহ করার জন্য ঘুরে আসতে পারেন মনোমুদ্ধকর প্রাকৃতিক সৌন্দের্যের লীলাভূমি পর্যতন এলাকা বিরিশিরি। এখানে শুধু প্রকৃতির কাছাকাছি নয় সেই সাথে খুব কাছাকাছি থেকে এখানকার জীব বৈচিত্র তথা আদিবাসী জনগোষ্ঠির জীবন যাত্রার সাথে পরিচিত হতে পারবেন। এখানে থাকার জন্য রয়েছে বিভিন্ন গেষ্ট হাউজ যেমন- বিরিশিরি ওয়াইএমসিএ, বিরিশিরি ওয়াইডাব্লিউসিএ, স্বর্না গেষ্ট হাউজ, নদী বাংলা গেষ্ট হাউজ।
বাংলাদেশের যেকোন স্থান বিরিশিরি আসার জন্য-
* বাস সার্ভিস ভাড়াঃ
- ঢাকা-বিরিশিরি জনপ্রতি- ২৮০.০০ টাকা।
ঢাকা মহাখালী বাস স্টপেজ থেকে সরাসরি বিরিশিরি আসা যায়। এছাড়া বাস যোগে ঢাক-ময়মনসিংহ, ময়মনসিংহ-বিরিশিরি আসা যায়।
* ট্রেইন সার্ভিস ভাড়াঃ
-ঢাক-ময়মনসিংহ আন্ত নগর ট্রেইন সার্ভিস- ৮০.০০ টাকা জন প্রতি।
-ময়মনসিংহ-ঝাঞ্জাইল বাজার পর্যন্ত- ২০.০০ টাকা জন প্রতি।
- ঝাঞ্জাইল বাজার থেকে বাস- ২৫.০০ টাকা জনপ্রতি।
-রিক্সা-৬০.০০ টাকা জন প্রতি।
-ভ্যান- ৬০.০০ টাকা জনপ্রতি।
-টেম্প- ৩০.০০ টাকা জনপ্রতি।
-অটোরিক্সা- ৪০.০০ টাকা জনপ্রতি।
-মোটরসাইকেলঃ ৭০.০০ টাকা জনপ্রতি।
গেষ্ট হাউজ ঃ
রুম ভাড়া- সিঙ্গেল রুমঃ ৩০০.০০- ৭০০.০০ টাকা।
ডবল বেড- ৪৫০.০০-৮০০.০০ টাকা।
ডরমেটরি- ১৫০.০০ (পার বেড)
সুবিধাদি-
দূরত্ব-
থাকার ব্যবস্থাঃ-
এখানে বেড়াতে আসা অনেক অতিথীদের থাকার জন্য সুববস্থ্যা আছে এমন কিছু গেষ্ট হাউজ রয়েছে। এগুলোর মধ্যে
* বিরিশিরি ওয়াইএমসিএ গেষ্ট হাউজ।
* বিরিশিরি ওয়াইডাব্লিউসিএ গেষ্ট হাউজ
* স্বর্না গেষ্ট হাউজ
* নদী বাংলা গেষ্ট হাইজ
* বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমি গেষ্ট হাউজ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস